| রাত ১:২২ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহের সদর উপজেলার উজান বাড়েরা থেকে আজ রবিবার সকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি  জানান আজ রবিবার সকালে আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার মোবাইল ফোনে বলেন শহর বাইপাস সড়কের উজান বাড়েরা নামক স্থানে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে রয়েছে।

খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে, লাশের শরীরে আঘাতের কোন চিহৃ নেই এবং পরিচয় পাওয়া যায়নি,পুলিশ বলছে সন্ত্রাসীরা ময়মনসিংহের বাইরের কোথাও যুবককে শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে রেখে গোছে, ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ২:১২ অপরাহ্ণ | মার্চ ০৬, ২০১৬