ঈশ্বরগঞ্জে নারী দিবসে মানববন্ধন
ফারুক ইফতেখার সুমন,ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। “অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান” শ্লোগানকে সামনে রেখে আজ সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মুখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দিবসটি উপলক্ষে ওই মনববন্ধনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভূইয়া মনি, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, ডাক্তার, শিক্ষক, সমাজ কর্মী, বিভিন্ন নারী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।