কলমাকান্দায় কলেজ ছাত্রকে হত্যার হুমকি, জিডি

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৫ মার্চ ২০১৬, শনিবার
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রামের কলেজ ছাত্র মোঃ মাহবুবুর রহমান ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুককির অভিযোগে জিডি হয়েছে। মাহবুবুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার বিকেলে কলমাকান্দা থানায় স’ানীয় নাজিরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল, আব্দুল ওয়াদুদ রতনসহ ১৩জনের নাম উল্লেখ করে এই জিডি করেন।
মাহাবুবুর রহমান অভিযোগে জানান, জেলার কলমাকান্দার নাজিরপুর বাজারে গত বুধবার বিকেলে চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাবুল ও তার লোকজন তাকে ডেকে নিয়ে গালাগাল শুরু করে। এক পর্যায়ে বাবুল চেয়ারম্যান ও তার লোকজন তাকে ও তার পরিবারের লোকজনকে সুযোগমত পেলে খুন করে লাশ টুকরো টুকরো করে ফেলবে। এ জন্য ১০ লাখ টাকা বাজেট করা হয়েছে বলে হুমকি দেয়। এ জন্য ২ মাস ৭দিন সময় বেধে দেয়া হয়েছে। কারণ সামনে ইউনিয়ন পরিষদ নির্বচান। আব্দুল কদ্দুছ বাবুল নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করবেন।
নেত্রকোনা থানার ইন্সপেক্টর তদন- এ কে এম মিজানুর রহমান জিডি করার বিষয়টি নিশ্চিত করে জানান, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছে।