| বিকাল ৪:১০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে অটিজম ও নিউরো প্রতিবন্ধকতা বিষয়ক ১দিনের সেমিনার অনুষ্টিত

 

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ- ৫ মার্চ ২০১৬, শনিবার,

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিৰা বোর্ডের আওতাধীন অটিজম ও নিউরো ডেভোলাপম্যান্ট আওতাধীনে ১দিনের সেমিনার অনুষ্ঠিত হয়।  শনিবার বিকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত সেমিনারে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যৰ মোছাঃ সেলিনা আক্তার। এই সময় সাংবাদিক, শিৰক, রাজনীতিবিদ, উপসি’ত ছিলেন। অটিজম, মৃত্তিকা প্রতিবন্ধি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সেমিনারে অটিজমের উপর বক্তব্য রাখেন কলাম লেখক মোঃ মাহাবুবুর রহমান ভূঁইয়া, মাষ্টার ট্রেইনার মাহফুজুর রহমান। এই সময় তারা বলেন বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধির সংখ্যা ১৩.৫%, বাক প্রতিবন্ধির সংখ্যা ১১% মানসিক প্রতিবন্ধির সংখ্যা ৬% বুদ্ধি প্রতিবন্ধির সংখ্যা ১৩%। অটিজম শিশু থেকে শুর্ব করে যে কোন বয়সের ৯টি কারণে হতে পারে। এর মধ্যে বাংলাদেশে ৫ জনের ১ জন শিশু আক্রান্ত হয়ে মোট জনসংখ্যার প্রায় ২ লাখ ৫০ হাজার শিশু আক্রান্ত। এর মধ্যে ঢাকা শহরের প্রতি হাজারে ৮ জন আক্রান্ত হচ্ছে বায়ুদূষণের কারণে এবং গ্রামে প্রতি হাজারে ১ জন শিশু আক্রান্ত হচ্ছে বলে এক সমীৰায় বলা হয়েছে। বক্তারা আরও বলেন, অটিজম আক্রান্ত শিশুদের কে শিৰা প্রতিষ্টানে সেবা দিয়ে মানুষের মত গড়ে তুলার জন্য শিৰকদের প্রতি আহবান জানান। স’ানীয় ভাবে মৃত্তিকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কলাম লেখক মাহবুবুর রহমান বলেন, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে বিভিন্ন বয়সের ৩৭ হাজার প্রতিবন্ধি রয়েছে। এর মধ্যে বাজিতপুর উপজেলায় ৫ হাজার ও বেশি প্রতিবন্ধির শিকার হয়েছে। এদের কে সামাজিক, চিকিৎসা ব্যবস’া দিয়ে সুস’ করে তোলার জন্য সকল কে আহবান জানিয়েছেন। এই সময় বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সুব্রত পাল, এডঃ আব্দুর রহমান বোরহান, ডাক্তার শাহ্‌ মোঃ তানবির, মাধ্যমিক শিৰা কর্মকর্তা মোঃ ইসমাইল মিয়া প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০১৬