| বিকাল ৩:৩৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কেন্দুয়ায় অবসরপ্রাপ্ত জজের ওপর হামলা, মামলা

নেত্রকোনা প্রতিনিধি ঃ  ৫ মার্চ ২০১৬, শনিবার,

পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিলেটের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের সাবেক জজ মুক্তিযোদ্ধা লতিফ আহমেদ খান নান্টুর (৬০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বৃহস্পতিবার কেন্দুয়া থানায় মামলা হয়েছে। কাজী তাইয়েবা তাসনীম বাদী হয়ে স্বামী লতিফ আহমেদ খানকে হত্যার চেষ্টার অভিযোগ এনে ফয়সল আহমদ খান, ফয়সলের বাবা লুৎফে আহমেদ খান অসীমসহ চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে এই মামলা করেন।
আহত লতিফ আহমেদ খান জানান, গত কয়েকমাস ধরে আসামীদের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে তার এবং তার লোকজনের ওপর একাধিকবার ঞামলার ঘটনা ঘটেছে। এরই জের ধরে তারই ভাতিজা ফয়সাল আহমেদ বৃহস্পতিবার সকালে রামদা দিয়ে তাকে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। তিনি অল্পের জন্য প্রনে বেঁচে যান।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভি রঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হামলা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন- করে দেখা হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০১৬