ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে নারীর মিছিল
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৫ মার্চ ২০১৬, শনিবার,
তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম দুদুর সমর্থনে গতকাল শনিবার দুপুরে শত শত নারী এক মিছিল নিয়ে প্রার্থীর বাড়িতে আসে। মিছিলে আসা নারীদের বরণ করে নেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম দুদু। ঢাকিরকান্দা খাল পাড়া গ্রামের র”মেলা পারভীনের নেতৃত্বে বিশাল নারী মিছিল শেষে চেয়ারম্যান প্র্রার্থীর বাড়িতে বক্তব্য রাখেন, র”মেলা পারভীন, আয়শা বেগম,রোজিনা খাতুন ও স্বতন- চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম দুদু।
করিম দুদু।