‘মৃত্যু উপত্যকা’য় ফুলের বন্যা

অনলাইন ডেস্ক | ৫ মার্চ ২০১৬, শনিবার: যুক্তরাষ্ট্রের পশ্চিম ক্যালিফোর্নিয়ার ফার্নেস ক্রিক এলাকাটি অত্যন্ত খরাপ্রবণ এলাকা। স্বাভাবিক বছরগুলোতেও সেখানে স্বাভাবিকের তুলনায় অর্ধেক বৃষ্টিপাত হয়। অতিরিক্ত খরার কারণে জায়গাটিকে ‘মৃত্যু উপত্যকা’ বলা হয়।
জায়গাটি পৃথিবীর উত্তপ্ত জায়গাগুলোর মধ্যে একটি। আর এই মৃত্যু উপত্যকা এবার নাম লেখাতে চলেছে রেকর্ড বুকে তাও বিস্ময়কর ঘটনা দিয়ে।
এ বছরের জানুয়ারীতে সেখানে সামান্য কিছু বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু ফেব্রুয়ারীতেই সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে, এই বিরূপ আবহাওয়া সত্বেও ফার্নেস ক্রিক এলাকায় কয়েক লক্ষ বন্য ফুল ফুটছে।
বৃষ্টি না হবার কারনে ২০০৫ থেকে এই ফুল আর ফোটেনি এই উপত্যকায়। এখানে বার্ষিক বৃষ্টির গড় পরিমাণ ২ ইঞ্চি। এই উপত্যকার তাপমাত্রা দিনে থাকে ১২০ ডিগ্রি ফারেনহাইট, আর রাতে তা ৯০ ডিগ্রির নিচে নেমে আসে। গত বছর অক্টোবর মাসে বেশ ভালো পরিমাণ বৃষ্টি হওয়ায় এই বছর সবচেয়ে বেশি ফুল ফুটেছে পার্কটিতে।