| সন্ধ্যা ৬:২৯ - শুক্রবার - ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

‘তেলাপোকাও একটা পাখি আর বিএনপিও একটি দল’

অনলাইন ডেস্ক | ৫ মার্চ ২০১৬, শনিবার,
ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বিএনপির কাউন্সিল নিয়ে ব্যঙ্গ করে বলেছেন, তেলাপোকাও একটা পাখি আর বিএনপিও একটি দল, তার আবার কাউন্সিল, এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। শনিবার কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির কাউন্সিলে শীর্ষ দুই পদে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিপক্ষে কোনো প্রার্থী না থাকার দিকে ইঙ্গিত করে হানিফ বলেন, এই কাউন্সিল হল একটি তামাশা। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভেতরে কতটুকু গণতন্ত্রের চর্চা আছে, সেটা তাদের কর্মকা- দেখলেই বোঝা যায়। এই কাউন্সিল নিয়ে যে তামাশা আর নাটক হচ্ছে, তা নিয়ে দেশবাসী অন্তত যারা গণতান্ত্রিক চর্চা করে তারা লজ্জাবোধ করছে। তিনি বলেন, বিএনপি বলছে, কাউন্সিলে চেয়ারপারসন আর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। সবাই জানে বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের ওই পদ দুটি কোন প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই সমস্ত নাটক করে রাজনীতিটাকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে বিএনপি।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৩ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০১৬