| দুপুর ১২:১৮ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাদীর মা’কে পিঠিয়ে জখম করেছে আসামীরা

তারাকান্দা প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দায় বাদীর বৃদ্ধা মাতাকে পিঠিয়ে জখম করেছে আসামিরা।মামলার আর্জি ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,উপজেলার কাকনী ইউনিয়নে কালাইজানি গ্রামের আক্তার আলীর পুত্র তোতা মিয়ার সাথে প্রতিবেশি সাহেদ আলীর পুত্র মোস্তফার সাথে রেহান জমির লেনা দেনা নিয়ে বিরোধের জের ধরে গত ১ জানুয়ারী তোতা মিয়ার নেতৃত্বে ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মোস্তফাকে কুপিয়ে আহত করে। এ ব্যাপারে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে মোস্তফা বাদী হয়ে তোতা মিয়া সহ ৮ জনের নামে মামলা নাম্বার ২১/২০১৬ ইং দায়ের করে।বিজ্ঞ আদালত এমসি সংগ্রহ সহ স্বাক্ষীদের জবান বন্ধি যুক্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তারাকান্দা থানার ওসিকে নির্দেশ দেন।এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদী মোস্তফার মা ও উল্লেখিত মামলার স্বাক্ষী শাহেরুননেসা(৭০) কে ২৪ ফেব্রুয়ারী পিঠিয়ে জখম করে।তাকে আহত অবস্থা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তারাকান্দা থানার এস আই মোজাহিদুর রহমান বলেন, অভিযোগ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৩:৫৮ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০১৬