| সন্ধ্যা ৬:৪৩ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর দাপটে নৌকার পালে উল্টো হাওয়া

গৌরীপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও কর্মী সমর্থকদের দাপটে নৌকার পালে উল্টো হাওয়া বইছে। হেবিওয়েট প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিক্ষোভে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। এখন আওয়ামী লীগের ত্যাগী জনপ্রিয় এই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে তৃণমূলে শুরু হয়েছে গৃহদাহ। তৃণমূলের সিদ্ধান্তকে অবমূল্যায়ন করায় অধিকাংশ নেতাকর্মী সমর্থক এখন বিদ্রোহী প্রার্থী পক্ষে অবস্থান নিয়ে নৌকাকে ডুবানোর চ্যালেঞ্চ করছেন। গত বুধবার তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়েক হাজার কর্মী সমর্থক ও দলীয় অনুসারিদের নিয়ে উপজেলা সদরে বিশাল শোডাউন করে জানান দিয়েছেন তার ভোটের দাপট। এই বিশাল শোউনে উজ্জিবিত হয়ে অনেকই এখন বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছেন। এর আগে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় তার কর্মী সমর্থকগণ বিক্ষোভ মিছিল করে প্রার্থী বদলের দাবি জানান।
ওই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী মোঃ নজরুল ইসলাম তিনিও শক্তিশালী অবস্থান নিয়ে ভোটের মাঠে দাবড়িয়ে বেড়াচ্ছেন। ২ নং গৌরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ তৃণমূল নেতাকর্মীরা তার ব্যাপারে মতামত দিয়েছিলেন। কিন্তু তাদের এই সুপারিশ উপেক্ষা করে প্রার্থী চূড়ান্ত করায় এবং ইউনিয়নবাসীর অনুরোধে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। উল্লেখ্য, মইলাকান্দা ইউনিয়নেও প্রার্থী বদলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেটঃ ১:৩৮ অপরাহ্ণ | মার্চ ০৫, ২০১৬