গফরগাঁওয়ে ইলেকট্রিক মেস্ত্রিকে ডেকে নিয়ে হত্যা

গফরগাঁও প্রতিনিধি ঃ ৪ মার্চ ২০১৬, শুক্রবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে হাবিবুর রহমানকে (৩৪) শ্বশুড় বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা কুপিয়ে হত্যা করে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাবিবুর গত বুধবার তার গ্রামের বাড়ি ভালুকার ভুলিগ্রাম থেকে গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের আমরিতলা গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে বুধবার বিকালে গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের ইলেকট্রিক মেস্ত্রি সাত্তার মুঠোফোনে হাবিবুরকে ৫ হাজার টাকা নিয়ে তার সাথে দেখা করতে বলে। পরে রাত ৯টার দিকে হাবিবুরের স্ত্রী সুফিয়া তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় সাত্তারের মোবাইলে ফোন করে হাবিবুরের সাথে কথা বলে দ্র্বত বাড়ি চলে আসতে বলেন। কিন’ রাত ১২ পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পূনরায় মুঠোফোনে ফোন করলে হাবিবুর ও সাত্তারের ফোন বন্ধ পান সুফিয়া। ঘটনার পর থেকে সাত্তার পলাতক।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিকালে আঠারদানা গ্রামের একটি পুকুর পাড়ে খড় বিছানো স’ানে চাদর দিয়ে ডাকা দা দিয়ে মাথায় কুপিয়ে হত্যা করা হাবিবুরের লাশ অজ্ঞাত পরিচয় হিসেবে উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ। পরে শুক্রবার নিহতের স্ত্রী সুফিয়া গফরগাঁও থানায় এসে লাশ সনাক্ত করে।
গফরগাঁও থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, গত বৃহস্পতিবার হাবিবুরের লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরে শুক্রবার নিহতের স্ত্রী লাশ সনাক্ত করার পর প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হাবিবুরের বন্ধু সাত্তার মূল ঘাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।