| রাত ৮:২৮ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে পিরিজপুর ইউপি নির্বাচনে দুই সহোদরের ভোট যুদ্ধ

 

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ ৪ মার্চ ২০১৬, শুক্রবার,

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২৬ হাজার। গত ২ই মার্চ মনোনয়ন দাখিল করেন একই পরিবারের দুই ভাই। একজন হলেন পিরিজপুর ইউনিয়ন বি.এন.পির সভাপতি- রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল এল বি অনার্স সহ মাস্টার্স পাশ করেন মাহমুদ আলম লিটন। তিনি ধানের শীষ প্রতিক নিয়ে মাঠে নেমে পড়েছেন। অন্যজন পিরিজপুর ইউনিয়নের দুই দুবারের চেয়ারম্যান মোঃ জুবায়ের ইব্রাহীম। তিনি রাজনীতিতে বি.এন.পি ত্যাগ করে আওয়ামীলীগ হতে নমিনেশন নেওয়ার চেষ্টা করে সফল হননি। আওয়ামীলীগের ত্যাগী নেতারা তাকে কেহ মেনে না নেওয়ার কারণে পিরিজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জোবায়ের ইব্রাহীম শেষ পর্যন- সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন। তার ছোট ভাই বি.এন.পি নেতা ও চেয়ারম্যান প্রার্থী মাহমুদ আলম লিটন গতকাল শুক্রবার বিকালে জানান, তার বড় ভাই বি.এন.পি দল ত্যাগ করেছেন। কিন-ু আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য সর্ব শেষ চেষ্টা করেও সফল না হওয়ায়=কোন কুল না পেয়ে সতন্ত্র প্রার্থী হয়েছে বলে তিনি দাবি করেন। বর্তমান চেয়ারম্যান জোবায়ের ইব্রাহীম গতকাল বিকালে জানান, তাকে পিরিজপুরবাসী দুইবার চেয়ারম্যানী করেছেন। তিনি বলেন, এবারো তাকে তার কাজের জন্য পিরিজপুর বাসী আবারও ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি বিশ্বাস করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:২৮ অপরাহ্ণ | মার্চ ০৪, ২০১৬