| দুপুর ১২:৫৫ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ সম্মেলন ইউপি নির্বাচনে স্বাধীনতা বিরোধীর সন্তানকে আ’লীগের মনোনয়ন না দেওয়ার আহবান

শেরপুর প্রতিনিধি:৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
শেরপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বাধীনতা বিরোধীর কোন সন্তানকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ার আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। আজ ৩ ফেব্র্বয়ারী বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব ও লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযুদ্ধের অন্যতম পৱাটুন কমান্ডার ও সদর উপজেলার ধলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহেদ ওরফে কাক্কু।
লিখিত বক্তব্যে আব্দুল ওয়াহেদ বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতা বিরোধী এবং তাদের পরিবারের সদস্যদের মনোনয়ন না দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগেরও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন’ শেরপুর সদর উপজেলার ধলা ইউপির আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও ধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন মুক্তিযুদ্ধের সময় তাঁর পিতার নেতিবাচক ভূমিকা আড়াল করে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য পাঁয়তারা করছেন।
আব্দুল ওয়াহেদ অভিযোগ করে বলেন, মনোনয়ন প্রত্যাশী তসলিমের প্রয়াত পিতা ধলা ইউপির চান্দেরনগর (পলভাঙ্গা) গ্রামের মোহাম্মদ আলী ওরফে মাহালী ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পৰাশ্রিত তথাকথিত শান্তি কমিটির একজন সদস্য। তিনি (মোহাম্মদ আলী) ওই সময় মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর অনেক ৰতি করেছেন। তাই আওয়ামী লীগের আদর্শ ও ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয় তার জন্য স্বাধীনতা বিরোধীর সন্তান আওয়ামী নামধারী তসলিমকে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার জন্য দলীয় সভানেত্রীসহ নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি তিনি আহবান জানান।
মুক্তিযোদ্ধাদের অভিযোগ অস্বীকার করে মনোনয়ন প্রত্যাশী তসলিম উদ্দিন আজ ৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে বলেন, তাঁর প্রয়াত বাবা মোহাম্মদ আলী ও পুরো পরিবার সবসময় স্বাধীনতার পৰে কাজ করেছেন। তিনি (তসলিম উদ্দিন) নিজে দীর্ঘ ১২ বছর যাবত ধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ধলা ইউপির নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে এলাকাবাসীর সেবা করে যাচ্ছেন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁর সামাজিক মর্যাদা ৰুন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে এসব কুৎসা ছড়াচ্ছেন বলে তিনি দাবি করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্য মো. আমির আলী সরকার বলেন, ধলা ইউপির বর্তমান চেয়ারম্যান তসলিমের পিতা স্বাধীনতা বিরোধী ছিলেন কি না সে বিষয়ে তিনি (আমির আলী) কিছু জানেন না। তবে তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং যথাযথভাবে দলীয় নির্দেশনা ও মনোনয়ন প্রক্রিয়া অনুসরণ করেই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা কমান্ডের কমান্ডার মো. মোখলেছুর রহমান আকন্দ। এতে উপসি’ত ছিলেন সেক্টরস কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতার্বজ্জামান, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জুসহ সদর উপজেলার মুক্তিযোদ্ধারা।
এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা এ. কে.এ. মোখলেছুর রহমান জানান, আগামী ৭ মে সদরের ধলা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৯ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০১৬