কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ছড়া উৎসব শুরু
কিশোরগঞ্জ প্রতিনিধি, ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী যুগপূর্তি ছড়া উৎসব শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সমবায় কমিউনিটি সেন্টারে শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই এই ছড়া উৎসবের উদ্বোধন করবেন। এ উপলৰে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে রফিকুল হক দাদা ভাই ছাড়াও উৎসব পরিচালনা পর্ষদের আহবায়ক আহমেদ উলৱাহ, সদস্য সচিব অধ্যাপক আবুল কাশেম, অধ্যৰ রবীন্দ্রনাথ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আবু খালেদ পাঠান, জেলা মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, অধ্যৰ গোলসান আরা বেগম প্রমুখ ছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ছড়া উৎসবে যোগ দিতে আসা কবি, সাহিত্যিক ও ছড়াকারগণ অংশ নেন। র্যালি শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়া উৎসব পরিচালনা পর্ষদের আহ্বায়ক আহমেদ উলৱাহ। আলোচনা সভা, স্বরচিত লেখা পাঠ, শিশু-কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ছড়া উৎসব উদযাপন করা হবে। এছাড়া উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার কিশোরগঞ্জের ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ৰেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ‘সুকুমার রায় পদক’ প্রদান করা হবে। ‘সুকুমার রায় পদক’ প্রাপ্তরা হলেন, নাটকে সুধেন্দু বিশ্বাস, সঙ্গীতে মৃণাল কান্তি দত্ত ও বিজন কান্তি দাস, কাব্যসাহিত্যে মোহাম্মদ আশরাফ ও মো. জাকির হোসেন, সমাজসেবায় আবু খালেদ পাঠান ও অ্যাডভোকেট সমরেশ চন্দ্র রায়, সংস্কৃতিতে ডা. সাহেব আলী, ক্রীড়ায় বাশির উদ্দীন ফার্বকী, শিৰায় গোলসান আরা বেগম এবং ছড়াসাহিত্যে শাহজাহান কবীর।