সরারচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় বার্ষিক ক্রীড়া পুরষ্কার ও বই প্রদান
বাজিতপুর সংবাদদাতাঃ ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরষ্কার বিতরণী ও ভাটিশার্দূল বই প্রদান অনুষ্ঠানে লেখক- অত্র প্রতিষ্ঠানের অভিভাবক কমিটির সহ-সভাপতি ফারুক আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স’াণীয় এমপি আলহাজ্জ মোঃ আফজাল হোসেন। এবার অত্র বিদ্যালয়ের ব্যাতিক্রম ধর্মী আইটেমে সতিনের ছেলে কেউ নেয়না কোলে প্রতিযোগীতায় তামান্না আক্তার ও মুক্তা আক্তার পুরষকৃত হয়। পরে ডিগ্রী মাদরাসায় ভার্টিশার্দূল সম্পাদিত ফারুক আহাম্মেদের প্রকাশনায় স্বরণীকায় হাওরের প্রাণ পুরুষ এডভোকেট ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের প্রামাণ্যগ্রন’ মাদরাসায় উপহার দেন। উপসি’ত ছিলেন বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্-সেলিম, মাস্টার মোবারক হোসেন, আলহাজ্জ মহিউদ্দিন আহাম্মদ, মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।