| সকাল ৮:২৫ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হোসেনপুরে টেলিফোন লাইন বিকল

হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি | ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
হোসেনপুরে দীর্ঘদিন ধরে টিএন্ডটি টেলিফোন লাইন বিকল রয়েছে। সরকারী দপ্তর, ব্যাংক বীমা, প্রেসক্লাব, পৌরসভা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে টেলিফোন লাইন বিকল থাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিশেষ করে উপজেলা পরিষদ,হোসেনপুর থানা, ব্যাংক , প্রেসক্লাব ও পৌরসভার তথ্য আদান-প্রদান ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। এদিকে সংযোগ না পাওয়ায় প্রয়োজনীয় কথা বলতে পারছেনা গ্রাহকরা। ফলে ব্যক্তিগত মোবাইল ফোন দিয়েই চলছে সরকারী কাজকর্ম। শতাধিক টেলিফোন লাইন গ্রাহকরা অবিলম্বে সংযোগ দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:১২ অপরাহ্ণ | মার্চ ০৩, ২০১৬