দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন মা

অনলাইন ডেস্ক | ৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
রাজধানীর বনশ্রী এলাকার বাসিন্দা দুই শিশু সন্তান নুসরাত ও আলভীকে হত্যার কথা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত মা মাহফুজা মালেক জেসমিন। আজ সকালে র্যাবের গোয়েন্দা শাখার পারিচালক মো. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। এর আগে গতকাল নিহতদের মা, বাবা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব। আটকের পর বিকালে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। উল্লেখ্য, গত সোমবার নুসরাত আমান অরণি ও আলভী আমান নামের দুই শিশু খাবারের বিষক্রিয়া নিহত হয়েছে অভিযোগ করেন তার বাবা-মা। ময়নাতদন্তে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশের সন্দেহ হয়। এরপর নিহত ওই দুই শিশুর মা, বাবা ও খালাকে আটক করে র্যাব।