ত্রিশালে শিক্ষকের মৃত্যুর ঘটনায় ওভারব্রীজ নির্মাণের দাবীতে সড়ক অবরোধ স্মারকলিপি প্রদান
মোঃ আবু রাইয়ান, ত্রিশাল প্রতিনিধি ২ মার্চ ২০১৬, বুধবার,
ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শিৰকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ফুট ওভার ব্রীজ নির্মাণের দাবীতে বুধবার মহা-সড়ক প্রায় পৌনে ১ ঘন্টা অবরোধ করে বিৰোভ করেছে বিৰুদ্ধ শিৰার্থীরা। পরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনির্বজ্জামান উত্তেজিত শিৰার্থীদের দাবী মানার আশ্বাস দিলে শিৰার্থীরা অবরোধ তুলে নেয়।
উলেৱখ্য গত শনিবার বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিৰক প্রদ্বীপ চন্দ্র বিশ্বাস (৫৫) ভ্যান যোগে স্কুলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের নওধার জিরো পয়েন্টে অজ্ঞাত মাইক্রোবাস চাপা দিলে শিৰক প্রদ্বীপ চন্দ্র বিশ্বাস গুর্বতর আহত হন। গুর্বতর আহত অবস’ায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস’ায় গত সোমবার সকালে তার মৃত্যু হয়।
বিকেলে বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, বাগান ইসলামীয়া আলিম মাদ্রাসা, বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়, আল মদিনা প্রি-ক্যাডেট স্কুল ও বিদ্রোহী কবি কিন্ডার গার্টেন শিৰার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের বাগান ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ফুট ওভার ব্রীজ স’াপনের দাবীতে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করে।