| রাত ৩:০৩ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় মৎস্য হ্যাচারীর রেনু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে

 

রফিক বিশ্বাসঃ ২ মার্চ ২০১৬, বুধবার,

ময়মনসিংহের তারাকান্দায় মৎস্য হ্যাচারীর রেনু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার কোদালধর রামচন্দ্রপুর এগ্রো র্ফাম, নলদিঘী কুদ্দুস, সরকার হ্যাচারী সহ শতাধিক হ্যাচারীতে উৎপন্ন থাই বাংলা ক্রস কই, শিং মাগুর, পাবদা, গুলসা, তারা বাইম, শোলসহ দেশী প্রজাতির মাছের রেনু উৎপন্ন হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মৎস্য চাষীরা তারাকান্দার বিভিন্ন হ্যাচারী থেকে বিভিন্ন জাতের মাছের রেণু ক্রয় করছে। গতকাল বুধবার কোদালধর বাসস্ট্যান্ড সংলগ্ন রামচন্দ্রপুর আকন্দ এগ্রোফার্ম ও মৎস্য হ্যাচারী থেকে থাই বাংলা ক্রস কই মাছের রেণু গোয়াতলা গ্রামের মৎস্য চাষী মোজাম্মেল হক ক্রয় করে শেরপুর জেলার সফল উদ্দোক্তা সাদিকুজ্জামান সাদিক এর নিকট বিক্রি করেন। রামচন্দ্রপুর আকন্দ এগ্রোফার্ম ও মৎস্য হ্যাচারীর মালিক মোঃ দেলোয়ার হোসাইন শরীফ ও ফরিদ আকন্দ জানান, বিগত ২/৩ মাস পূর্বে দুই বন্ধু এই মৎস্য হ্যাচারীটি স্থাপন করে। রেনু উৎপাদন ও বিক্রয় করে উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ১০:১৪ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬