| সকাল ৯:৫০ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জেলা নির্বাচন কর্মকর্তা ও তাঁর সহকারী আহত

 

শেরপুর প্রতিনিধি:২ মার্চ ২০১৬, বুধবার,
শেরপুরে বাসের ধাক্কায় জেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম. মোখলেছুর রহমান (৪৫) ও তাঁর অফিস সহকারী মো. আমিরুল ইসলাম (৪০) আহত হয়েছেন। আহতদের মধ্যে আমির্বলকে শেরপুর ফরিদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মোখলেছুর রহমান জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ ২ মার্চ বুধবার বিকেলে শেরপুর-জামালপুর মহাসড়কের শেরপুর সদর উপজেলার আমতলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল তিনটার দিকে শেরপুর সদর উপজেলার চরপৰীমারী ইউনিয়নের একটি ভোট কেন্দ্র পরিদর্শন করার জন্য জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান ও তাঁর অফিস সহকারী আমির্বল ইসলাম মোটর সাইকেলযোগে সাতপাকিয়া গ্রামে যাচ্ছিলেন। অফিস সহকারী আমির্বল মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। কিন’ তাঁরা শেরপুর-জামালপুর মহাসড়কের আমতলি মোড় এলাকায় এলে পেছন থেকে একটি যাত্রী বোঝাই বাস তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কের ওপর ছিটকে পড়েন এবং গুর্বতর আহন হন। মোটর সাইকেলটি দুমরেমুচড়ে যায়।
পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আমির্বলকে ফরিদা জেনারেল হাসপাতালে স’ানান্তর করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম. মোখলেছুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১৮ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬