| সন্ধ্যা ৭:৩২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন জমা

 

শেরপুর প্রতিনিধি: ২ মার্চ ২০১৬, বুধবার, 
শেরপুরের নকলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোভাযাত্রা সহকারে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ২ মার্চ বুধবার ছিল নকলা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে আজ বুধবার নকলা উপজেলা সদর ও পরিষদ চত্বর বিভিন্ন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের ভিড়ে মুখরিত ছিল।
প্রত্যৰদর্শী ও স’ানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার নকলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে শোভাযাত্রা সহকারে নিজ নিজ ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসেন। শোভাযাত্রায় নৌকা প্রতীক ও বৈঠা প্রদর্শন করা হয়। প্রতিটি শোভাযাত্রার সামনে ছিলেন আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা। শোভাযাত্রার পুরো সময় দলীয় কর্মী-সমর্থকরা নেচে-গেয়ে নৌকার পৰে বিভিন্ন শেৱাগান দেন। এসব শোভাযাত্রার মধ্যে উপজেলার উরফা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক হীরা ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টোর শোভাযাত্রা দুটি নকলা শহরবাসীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। পরে প্রার্থীরা স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ‘নৌকা’ প্রতীক প্রদর্শন ও নৌকার পৰে শেৱাগান দিয়ে শোভাযাত্রা করা নির্বাচনী আচরণবিধি লংঘন কি না জানতে চাইলে নকলা উপজেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাকসুদুল আলম আজ বুধবার সন্ধ্যায় বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কার্যালয়ের সামনে কেউ শোভাযাত্রা করেননি। তবে রাস্তায় শোভাযাত্রা করলে আচরণবিধি লংঘিত হয়েছে। সেৰেত্রে কেউ অভিযোগ করলে আইনানুযায়ী ব্যবস’া গ্রহণ করা হবে।
উলেৱখ্য, আগামী ৩১ মার্চ নকলা উপজেলার গণপদ্দি, নকলা সদর, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী, পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:০৪ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬