| সন্ধ্যা ৭:৫১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে বাল্য বিবাহ বিষয়ে মতবিনিময় সভা

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২ মার্চ ২০১৬, বুধবার, 
শেরপুরের ঝিনাইগাতী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ২মার্চ বুধবার স’ানীয় হাজী অছি আমর্বনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে বাল্য বিবাহ বিষয়ে সচেতনতামূল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অত্র প্রতিষ্ঠানের প্রায় ২শতাধিক ছাত্রী অংশ গ্রহন করে। মতবিনিময় সভায় উপসি’ত ছাত্রিরা সবাই সমস্বরে বলে, “আমরা সবাই বাল্য বিবাহ সম্পর্কে সচেতন থাকবো যাতে কেউ বাল্য বিবাহের শিকার না হয়”। এ মতবিনিময় সভায় উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুুন সকল ছাত্রীদেরকে প্রতিজ্ঞা করান,”আমরা নিজেরা বাল্য বিবাহ করবা না এবং আশেপাশের বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করব”। এসময় উপসি’ত ছিলেন, ঝিনাইগাতী এডিপির ম্যানেজার মিঃ বেঞ্জামিন মারাক, সুবাস সরকার, কফিল উদ্দিন মাহমুদ, রুমা রানী সাহা, কুহু হাগিদক ও গেৱারী রাংসা।

সর্বশেষ আপডেটঃ ৮:১৭ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬