| সকাল ৯:১৯ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলপুরে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :  ২ মার্চ ২০১৬, বুধবার,
ফুলপুর উপজেলার সিলপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন জাফর আলী (৬০) নামে একজনের বুধবার দুপুরে মৃত্যু হয়েছে। জানা যায়, ১৯ ফেব্রুয়ারি বিকেলে সিলপুর গ্রামের সাদেকুর রহমান বিরোধপুর্ণ জমিতে গাছ লাগাতে গেলে জাফর আলী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকের লোকজন জাফর আলী ও তার পুত্র রহমত আলীকেও পিটিয়ে হাত-পা ভেঙ্গে ও কুপিয়ে গুরুতর আহত করে। ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় বুধবার জাফর আলীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে গতকাল ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:০৪ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬