| সন্ধ্যা ৬:৫৬ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিন মোহাম্মদ ফারুক নির্বাচিত

 

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ-২ মার্চ ২০১৬, বুধবার,

বাজিতপুরে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হলেন ৭ নং দিঘীরপাড় ইউনিয়নের বর্তমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আমিন মোহাম্মদ ফারুক। নির্বাচন অফিস সূত্রে জানাযায় বাজিতপুরের ১১টি ইউনিয়নের ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সাধারণ সদস্যা ও সংরক্ষিত মহিলা সদস্যদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল  বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। এতে প্রায় চেয়ারম্যান পদে ৪০ জন ও সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে প্রায় দেড় শতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমাদেন। এতে ৭ নং দিঘীরপাড় বর্তমান সহ দু’বারের চেয়ারম্যান আমিন মোঃ ফার্বক মনোনয়নপত্র দাখিল করেন। এতে উক্ত দিঘীরপাড় ইউনিয়নে অন্য আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:২৬ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬