বাজিতপুরে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিন মোহাম্মদ ফারুক নির্বাচিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ-২ মার্চ ২০১৬, বুধবার,
বাজিতপুরে ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হলেন ৭ নং দিঘীরপাড় ইউনিয়নের বর্তমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আমিন মোহাম্মদ ফারুক। নির্বাচন অফিস সূত্রে জানাযায় বাজিতপুরের ১১টি ইউনিয়নের ইউপি নির্বাচনের চেয়ারম্যান, সাধারণ সদস্যা ও সংরক্ষিত মহিলা সদস্যদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত। এতে প্রায় চেয়ারম্যান পদে ৪০ জন ও সাধারণ সদস্য পদে ও সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে প্রায় দেড় শতাধিক প্রার্থী তাদের মনোনয়নপত্র জমাদেন। এতে ৭ নং দিঘীরপাড় বর্তমান সহ দু’বারের চেয়ারম্যান আমিন মোঃ ফার্বক মনোনয়নপত্র দাখিল করেন। এতে উক্ত দিঘীরপাড় ইউনিয়নে অন্য আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন।