| সকাল ১১:০৮ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহের নৈশ প্রহরীদের মানববন্ধন,সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টারঃ  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরীদের বেতন ভাতার দাবিতে ময়মনসিংহের নান্দাইলে আজ বুধবার দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী ,সড়ক অবরোধ ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেছে।
আন্দোলনরতরা জানান ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের ২৫ এপ্রিল ৭৫জন দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ পাওয়ার পর তারা বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে আজো সরকারী কোন বেতন ভাতা পায়নি, বেতন ভাতা না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করছে।
অবশেষে সরকারী বেতন ভাতার দাবিতে আজ বুধবার দুপুরে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয়া হয়।

অনতিবিলম্বে সরকারী বেতন ভাতা পাওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানূর আলমের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারক লিপি পেশ করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩০ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬