| রাত ৯:৪৮ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে আবারও শ্মশানের জমি দখলের চেষ্টা আটক – ২

লোকলোকান্তর ডেস্কঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে  মামলা হওয়ার পর আবারও শ্মশানের জমি দখলের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ । বুধবার সকালে শ্মশানের জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দখলে নেওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে আটক করে । আটককৃত হুমায়ুন কবীর মজিদের ৫০)বাড়ি মাইজবাগ পাঁচপাড়া গ্রামে এবং ট্রাক্টর চালক মো. রাশিদ মিয়ার(১৪) বাড়ি মগটুলা বৈরাটি গ্রামে । আটককৃত হুমায়ুন কবীর মজিদ আগের মামলার ২ নং আসামী।
জানা গেছে, উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাটিহারী গ্রামের মাইজবাগ মৌজার  শত বছরের পুরনো ( সি এস খতিয়ান অনুযায়ি দাগ নং ৫৪৫২,ও ৫৪৬০) উক্ত শ্মশানের অধীন মোট জমির পরিমাণ ১.৮৯ একর ।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি শ্মশান পরিচালনা কমিটি সংস্কারের জন্য শ্মশানের মঠ সংলগ্ন জমিতে স্থায়ী চুলা নির্মাণের উদ্যোগ নেয় । কিন্তু  পার্শ্ববর্তী মাইজবাগ পাঁচপাড়া গ্রামের সুলতান মিয়া,আব্দুল হাই,কাশেম, নুক্কুর ইসলাম,হুমায়ুন কবীর, বাচ্চু মিয়া,আবুল কাশেম,মতিন ও রাকিবরা সংগঠিত হয়ে চুলা নির্মাণের স্থান তাদের দাবি করে এবং নির্মাণ কাজে বাধা দেয় এবং অভিযুক্তরা জোরপূর্বক চুলা নির্মাণের তৈরি করা ভিটের মাটি সরিয়ে ফেলে । তারা ঘটনায় কাউকে বাড়াবাড়ি না করতে বলে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি  স্থানীয় সংখ্যালঘুরা পুলিশ প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় ।
শ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. বিজয় কৃষ্ণ দাস বলেন, অভিযুক্তরা বুধবার আবারও শ্মশানের জমি দখল করতে আসলে আমরা বিষয়টি থানাকে অবহিত করি । পরে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে ।

ঈশ্বরগঞ্জ থানার এস আই গোলাম মাওলা শ্মশানের জমি  দখলের ঘটনায় ২ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন ।

সর্বশেষ আপডেটঃ ৫:২৭ অপরাহ্ণ | মার্চ ০২, ২০১৬