| রাত ৯:২৯ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় শাশুড়িকে কুপিয়ে হত্যা করল জামাই

লোকলোকান্তর ডেস্কঃ  মঙ্গলবার  রাত ১০টার দিকে নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামে ফাতেমা বেগম (৫০) নামে এক শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ে জামাই আলমগীর। আলমগীর মোবারকপুর গ্রামের জব্বর আলী’র ছেলে। নিহত শাশুড়ি ফাতেমা মোবারকপুর গ্রামের আব্দুল কাদের’র স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর তার শাশুড়িকে গরু বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। শাশুড়ি টাকা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় হত্যার হুমকিও দেন তিনি। এরই জের ধরে রাতে ফাতেমাকে কুপিয়ে হত্যা করেন আলমগীর।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলমগীরকে গ্রেফতার চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৩:১৬ পূর্বাহ্ণ | মার্চ ০২, ২০১৬