| দুপুর ১২:২৭ - শনিবার - ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিমুল হত্যাকান্ডে সংবাদ সম্মেলনে পরিবারের আর্তনাদ ‘সন্ত্রাসীরা যেন আর কোন মায়ের বুক খালি করতে না পারে’

স্টাফ রিপোর্টার | ১ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকার ফিরোজ সরকার শিমুল হত্যাকারিদের এক মাসেও পুলিশ গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত শিমুলের পরিবার। পরিবারের অভিযোগ, মামলা দায়ের করার পর থেকে আসামী পক্ষের লোকজন মামলার সাক্ষী ও হতাহত পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না।
সোমবার দুপুরে নগরীর একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত শিমুলের বাবা-মা এসব অভিযোগ করে আরো বলেন, মামলা দায়ের করার পর থেকে আসামী পৰের লোকজন মামলার সাৰী ও হতাহত পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।
শিমুলের মা ফিরোজা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ‘কুখ্যাত ওই সন্ত্রাসীরা যেন আর কোন মায়ের বুক খালি করতে না পারে। আমি আমার ছেলের খুনিদের গ্রেফতার ও ফাঁসি চাই।’ তিনি আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের জন্য ধর্মমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে নিহত শিমুলের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. নুরুল ইসলাম বড় বোন নুরজাহান বেগম, মাহমুদুর রহমান সুরুজ, মামলার প্রধান স্বাক্ষী সামিউল হাসান রনি উপসি’ত ছিলেন।
তাঁরা অভিযোগ করেন, পাওনা টাকা চাইতে গিয়ে কথা কাটাকাটির জেরে গত ৬ ফেব্র্বয়ারী কবীর এবং ভূট্রো পিস্তল ঠেকিয়ে প্রকাশ্যে ফিরোজ সরকার শিমুলকে হত্যা করে। এ হত্যা মামলার মূল আসামী কবীর, ভূট্রো এবং শুভকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। এই ঘটনায় গুলিবিদ্ধ হন সোহান নামে এক যুবক।

সর্বশেষ আপডেটঃ ৯:২০ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬