| বিকাল ৪:০৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে অর্ধ লক্ষাধিক টাকার অবৈধ কয়লা জব্দ

 

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ১ মার্চ ২০১৬, মঙ্গলবার,

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা এক অভিযান চালিয়ে ৩শ’ ৫০বস্তা অবৈধ চোরাই কাঠ কয়লা জব্দ করেছেন। জব্দকৃত কয়লার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। খোঁজ নিয়ে জানা যায়, ২৯ফেব্র্বয়ারী সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কয়লা জব্দ করা হয়। উপজেলার বাকাকুড়া বাজারের জয়নাল আবেদীনের ঘর থেকে এসব চোরাই কয়লা পাওয়া যায়। পরে জব্দকৃত কয়লা গজনী বিট কর্মকর্তা রফিকুল ইসলামের মাধ্যমে রাংটিয়া রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:২১ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬