গৌরীপুরে আবে হায়াত দরবার শরীফে ৩ দিনব্যাপী উরছ শুরু ৫ মার্চ

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত ঃ ১ মার্চ ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের সিংচাপুর গ্রামে আগামী ৫ মার্চ থেকে শুরু হচ্ছে আবে হায়াত দরবার শরীফের ৩ দিন ব্যাপী ৩০ তম বার্ষিক উরছ শরীফ। বাংলাদেশ আশেক্বীন আউলীয়া ঐক্য পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সচিব ও আবে হায়াত দরবার শরীফের গদিনশীন মুর্শিদ ক্বেবলা সাইয়্যদ শাহ্ সূফী আলীম চিশ্তি জালালী জানান, প্রতি বছরের ন্যায় আগামী ৫ মার্চ রোজ শনিবার ভোর থেকে সিংচাপুর গ্রামে আবে হায়াত দরবার শরীফে অলি প্রেমিকদের নিয়ে শুরু হচ্ছে বার্ষিক উরছ শরীফ। উরছ শরীফের প্রধান দিবস ৬ মার্চ রোববার সকল অলি প্রেমিকদের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আসুন উক্ত দিনে আবে-হায়াত পান করে নির্জীব আত্নাকে সজীব করি। উলেৱখ, প্রতি বছর উক্ত উরছ শরীফে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মুরিদান কাফেলা নিয়ে জিগির আসকনে মত্ত থাকেন। উরছ শরীফ সূত্রে জানা যায়, জনসাধারণ নিবির্ঘ্নে চলাচলের জন্য পুলিশী নিরাপত্তা ব্যবস’া জোড়দার করা হচ্ছে।