| রাত ১:৫০ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তামিম ফেরায় স্বস্তিতে টাইগারা,চোটে আক্রান্ত মুস্তাফিজ

মুস্তাফিজের চোট ও তার দলের বাইরে চলে যাওয়াকে বড় ক্ষতি বলছেন মাশরাফি। যে ক্ষতি অন্য কাউকে দিয়ে পুষিয়ে নেয়া সম্ভব নয়; মুস্তাফিজ তো এমনই একজন। মঙ্গলবার ‍(০১ মার্চ) দুপুরে অনুশীলনে নামার আগে এক বাক্যেই মাশরাফি বুঝিয়ে দেন ক্ষতিটা পুষিয়ে নেয়া কেন অসম্ভব, ‘মুস্তাফিজের জায়গায় প্রুফ করার মতো বিশ্বে কোনো বোলার নেই। তার জায়গায় যে খেলবে তার জন্যও এটা অনেক বড় চ্যালেঞ্জ।’

মুস্তাফিজের না থাকা বাংলাদেশের জন্য কতটা ক্ষতির সেটা সময়ই বলবে। টাইগার অধিনায়ক মাশরাফির কাছে স্বস্তি এসেছে তামিম ফেরায়। তামিম দলে না থাকলে নাকি দল অস্বস্তিতে ভোঁগে এমনটাই জানালেন মাশরাফি, ‘আমি আগেও বলেছিলাম, তামিমের না থাকা আমাদের জন্য সবসময়ই অস্বস্তির। কারণ সে সব ফরম্যাটেই সফল একজন ওপেনার। তামিম অনেকদিন ধরে খেলছে। সে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান।’

গতকাল সবাইকে চমক দিয়ে দেশে ফেরেন তামিম। তামিমের খেলারই কথা ছিল না এশিয়া কাপে। ঠিকই তাকে মিস করে বাংলাদেশ। ওপেনিংয়ে নড়বড়ে এক বাংলাদেশকে দেখা যায় তামিম না থাকায়। এবার তামিম ফেরায় স্বস্তিতে মাশরাফি।

বাবা হওয়ার সুখানুভূতি না কাটতেই গতকাল ব্যাংকক থেকে দেশে ফেরেন বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল। তার আগের দিন দুপুরে তামিম ও তার স্ত্রী আয়েশার সংসারে আলো করে আসে পুত্র সন্তান। সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য ছুটিতে ব্যাংকক ছিলেন তামিম। চলমান এশিয়া কাপে খেলার কথা ছিল না তার।

মুস্তাফিজ না থাকায় বোলিংয়ে বাংলাদেশ শক্তি হারালেও  ব্যাটিংয়ে পূর্ণ শক্তি নিয়েই কাল পাকিস্তানের বিপক্ষে নামতে পারছে বাংলাদেশ।

সর্বশেষ আপডেটঃ ৬:৪০ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬