জেলা প্রশাসকের কক্ষে জনগোষ্ঠী বিত্তিক দূর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ জনগোষ্ঠী ভিত্তিক দূযোর্গ প্রস্তুতি প্রাতিষ্ঠানিকী করণ মডেল অবহিতি করণ সভা আজ ১লা মার্চ সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দূযোর্গ প্রস্তুতি প্রাতিষ্ঠানিকী করণ সভায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো: হারুণ অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহি অফিসার আনম ফয়জুল হক । অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচীর উপর বক্তব্য রাখেন রিজিওনাল ফিল্ড ডিরেক্টর সাগর মারান্ডী। রিজিওনাল স্পেশালিষ্ট-দুর্যোগ ব্যবস্থাপনা মো: আব্দুল বারেক সিবিডিপি মডেল উপস্থাপন করেন । এসময় অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা মোঃ লুৎফর রহমার, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন এর ফিল্ড ডাইরেক্টর সাগর মারান্ডী, এডিপি এর ম্যানেজার চৈতালী রেমা, লাভলী হুড সিকিউরিটি ম্যানেজার লীনা জাম্বীল, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিপ্লব রিছিল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুভা বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।