| রাত ৮:৫৮ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মুক্তি পেল ‘ফ্যান’ ছবির ট্রেলার

‘দুনিয়া কি সাব সে বারা সুপারস্টার কা সাব সে বারা ফ্যান’ দেখা যাবে ‘ফ্যান’ ছবিতে। শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’ এ দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের সবচেয়ে বড় ভক্তের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। যেখানে দুই চরিত্রেই রয়েছে বলিউড কিং শাহরুখ খান। আর এই ছবির ট্রেলার মুক্তি পেল ইউটিউবে। লিপ ইয়ার, প্রায় ৩ মিনিটের এই ট্রেলার ইতিমধ্যে ঝড় তুলেছে শাহরুখ ভক্তদের মাঝে।
যশরাজ স্টুডিওতে বিশাল আয়োজনের মধ্য দিয়ে মুক্তি দেয়া হয়েছে ছবির ট্রেলার। আজকে স্টুডিও ছিল সব ভক্তদের জন্য খোলা। ট্রেলারের আগে প্রকাশ করা হয়েছে অফিসিয়াল পোষ্টার।
এর আগে মুক্তি পেয়েছিল এই ছবির ‘জাবরা ফ্যান’ শিরোনামের গান। যা সাতটি ভাষায় করা হয়েছে। ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্রে রেকর্ড এটি। শুরুতেই রেকর্ড শাহরুখের। আর ট্রেলার তো মুগ্ধ করেছে সবাইকে।
তবে ট্রেলারে যে টুইস্ট রয়েছে তা বোঝাই যাচ্ছে। এক বড় ভক্ত পরে যে বড় শত্রু হয়ে যায় তাও দেখানো হয়েছে ট্রেলারের এক ঝলকে।
আর শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছিলেনই, তার জীবনের অন্যতম এক সেরা ছবি হতে যাচ্ছে ‘ফ্যান’। তার ছবির প্রথম গান, ট্রেলার দেখে যেন তারই সংকেত দিচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন মনীষ শর্মা। যশ রাজ ফিল্মসের ব্যানারে হয়েছে এই ছবি। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৫ এপ্রিল।

সর্বশেষ আপডেটঃ ৫:১৩ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬