ফারুকীর ছবিতে ইরফান খান ও তিশা

নতুন ছবির ঘোষণা দিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ছবির নাম ‘ডুব’। আর এ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ইরফান খান। তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ খবরটি নিশ্চিত করেছেন ফারুকী। তিনি বলেন, ইরফান শুধু এ ছবিতে অভিনয়ই করছেন না, তিনি ভালোবেসে ছবিটির সঙ্গে সহ-প্রযোজক হিসেবেও আছেন। ইরফান খান আমার প্রিয় অভিনেতাদের একজন। তার প্রতি কৃতজ্ঞতা আমাকে ভালোবাসার জন্য। চলতি মাসেই এ ছবির চিত্রায়নের কাজ শুরু হবে। ফারুকী তার ফেসবুকে এ ছবি নিয়ে একটি লেখাও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, কাছের মানুষ যারা তারা ঠিকই অনুমান করছিলেন ‘বড় কিছুর আয়োজন হচ্ছে’। আমিও বড় পেন্সিল শেয়ার দিয়ে লিখছিলাম ‘থিংক বিগ’! সো হেয়ার ইজ দ্য বিগ নিউজ। ইরফান খান কাজ করছেন আমার পরের ছবি “ডুব”-য়ে ( ইংরেজি টাইটেল : নো বেড অব রোজেস)। এ ছবিতে আরও অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী।
ফারুকী আরও বলেন, গোপনে ছবির প্রস্তুতি নেয়া যে কতো কঠিন সেটা গত কয় মাস আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। অবশেষে আমি মোটামুটি প্রেস এমবার্গো থেকে মুক্ত । এবং মন খুলে আমার নতুন ছবির কথা বলতে পারি। এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ। সোমবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ খবর প্রকাশ করেছে চলচ্চিত্র বিষয়ক বিখ্যাত পত্রিকা ভ্যারাইটি। ছবিটির ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। এতে কাজ করা প্রসঙ্গে ইরফান খান ভ্যারাইটিকে বলেছেন, মোস্তফার ‘অ্যান্ট স্টোরি’ (পিঁপড়াবিদ্যা) দেখেই আমার আগ্রহ জন্মেছে। তার উপস্থাপন, স্টাইল ও যে ঢঙে গল্পটা বলেছে তাতে আমি মুগ্ধ। ফারুকীর কাজে শক্তিশালী মানবিক কোণ থাকে, এজন্যই তার গল্পের চরিত্রগুলো হয়ে ওঠে জীবন্ত। নিজের নতুন ছবির বিষয়বস্তু বর্ণনা করতে গিয়ে ভ্যারাইটিকে ফারুকী বললেন, দুরবস্থায় পড়া ও তা থেকে উতরে ওঠা পরিবারের গল্প এটি। জীবন কখনও কখনও নির্মম, কিন্তু মৃত্যুর মাঝে থাকে ভালোবাসা, সম্মান ও সমবেদনা। এই গল্প দুটি পরিবারকে ঘিরে, এর মধ্যে একটি পরিবারের কর্তার মৃত্যুর পর উভয় পক্ষই বুঝতে পারে ভালোবাসার বুনন কতো দারুণ। মৃত্যু সবসময় সবকিছু দূরে নিয়ে যায় না, কখনও কখনও কাছেও নিয়ে আসে।