এই প্রথম ময়মনসিংহে শিশু মেলার আয়োজন হচ্ছে
ফাহিম মোঃ শাকিলঃ এই প্রথম ময়মনসিংহে শিশুদের জন্য মেলার আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে ।
ময়মনসিংহে বিভিন্ন ধরনের ও মেয়াদের মেলার সমাগম থাকলে ও শিশু মেলা এই প্রথম। মেলাটি আগামী ২ মার্চ শুরু হয়ে ৬ মার্চ পর্যন্ত সকাল ৯ টায় থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। শহরের টাউন হলে অবস্থানরত জিমনেশিয়াম হল মেলার স্থান হিসাবে নির্বাচন করা হয়েছে।
বিনোদন মূলক বেশ কয়েকটি রাইড স্থান পাবে মেলায়। অনবরত লাইভ শো হিসাবে নাচ,গান,ম্যাজিক শো, কৌতুক ও পাপেট শো এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিশুদের শিক্ষণীয় বিষয় ঠাই পাবে এই মেলায়।
ময়মনসিংহে এই প্রথম শিশুমেলা হওয়ায় প্রচারের বিষয়টিও মাথায় রাখছেন আয়োজকরা । শহরে প্রচার ভেন এর মাধমে এই মেলার প্রচারণা চালানো হচ্ছে।