| দুপুর ১২:৩৩ - বৃহস্পতিবার - ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো ভারত

লোকলোকান্তর ডেস্কঃ ভারতে আটককৃত ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে সেদেশের পুলিশ। এসময় দু’টি জেলে নৌকাও হস্তান্তর করা হয়। তারা তিন মাস ১৮ দিন সেদেশের জেলে ছিলেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর কালিঞ্চি নদী সীমান্তের জিরো পয়েন্টে ভারতের হেমনগর থানার পুলিশ বাংলাদেশের শ্যামনগর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা।

জেলে আব্দুল আমিন এ বিষয়ে জানান, তিন মাস ১৮ দিন আগে তারা মংলা বন্দর সংলগ্ন এলাকায় রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে ভারতের অংশে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।

শ্যামনগর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুর সংবাদমাধ্যমকে জানান, ৫৭ বাংলাদেশি জেলেকে হেমনগর থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৬ অপরাহ্ণ | মার্চ ০১, ২০১৬