| দুপুর ১২:০০ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

পাকুন্দিয়ায় রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

সাখাওয়াত হোসেন হৃদয়,৮ জানুয়ারি ২০১৬ঃ
জেলার পাকুন্দিয়ায় শুক্রবার সকালে রূপালী ব্যাংক লিমিটেড পাটুয়াভাঙা দরগা বাজার শাখার উদ্যোগে ও ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির ব্যবস্থাপনায় এক হাজার গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
ব্যাংকটির পরিচালক একেএম দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিল উদ্দিন, রূপালী পাটুয়াভাঙা দরগাবাজার শাখা ব্যবস্থাপক বদরুদ্দোজা মাহমুদ তালুকদার, ঢাকাস্থ পাকুন্দিয়া সমিতির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মানিক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.ফরিদ উদ্দিন, সাবেক ভিপি মো.শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:৪২ অপরাহ্ণ | জানুয়ারি ০৮, ২০১৬