| দুপুর ১:০৬ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

গৌরীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গৌরীপুর সংবাদদাতা,৮ জানুয়ারি ২০১৬ঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝাউগাই নামক স্থান থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা মধ্য বয়সী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে ওই নারীর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গৌরীপুর থানার এএসআই সাইদুর রহমান দৈনিক লোকলোকান্তরকে জানান, গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ওই নারীর লাশটির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেতলে গিয়েছে। নিহতের গায়ের রং শ্যামলা। পরনে ছিল হলুদ রংয়ের প্রিন্টের শাড়ী আর খয়েরী রংয়ের পেডিকোট। মাথায় আধাপাকা চুল। গৌরীপুর থানার ওসি মোঃ আক্তার মোর্শেদ দৈনিক লোকলোকান্তরকে জানান, লাশটি বেওয়ারীশ হিসেবে দাফন করার জন্য ময়মনসিংহ পৌরসভার মেয়র এর নিকট আবেদন করা হয়েছে। এব্যাপারে এএসআই সাইদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ০৮, ২০১৬