| সকাল ৬:৫৯ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে শেষ হলো ৭দিন ব্যাপী মনিসিংহ মেলা

দুর্গাপুর প্রতিনিধি,৭ জানুয়ারি ২০১৬ঃ
ব্রিটিশ বিরোধী তথা টংক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর টংক শহীদ স্মৃতি স্তম্ভ প্রাঙ্গনে সপ্তাহব্যাপী মণিসিংহ মেলার কার্যক্রম শেষ হয় বুধবার গভীর রাতে।

শেষদিনে অনুষ্ঠান মালার মধ্যে ছিল শিশু-কিশোরদের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ”বাংলাদেশে আদিবাসীদের অধিকার ও আন্দোলন প্রসঙ্গ” এ বিষয়ের উপর সিপিবি কলমাকান্দা উপজেলা সভাপতি প্রবীণ শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। অন্যাদের মধ্যে আলোচনা করেন, কমরেড মণি সিংহের একমাত্র সন্তান সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা: দিবালোক সিংহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো:রুহুল আমিন চুন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, আদিবাসী নেতা ও গবেষক রেভাঃ মনিন্দ্র নাথ মারাক, নিরন্তর বনোয়ারী, মতিলাল হাজং, পঙ্কজ মারাক, খগেন্দ্র হাজং প্রমুখ। আলোচনা শেষে সুসং সাংস্কৃতিক সংঘ, কলমাকান্দা সুরশ্রী শিল্পী গোষ্ঠী, প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ে রুপান্তর নাট্যগোষ্ঠির আয়োজনে নাটক অফিসার মঞ্চস্থ্য করা হয়। উপসি’ত হাজারো দর্শক এ নাটক থেকে প্রবীণ অধিকার সুরক্ষা ও পিতা মাতার ভরণ পোষন আইন সম্পর্কে জানতে পারে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৯ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০১৬