১৮ ও ৩১শে জানুয়ারি চট্টগ্রামে পরিবহন ধর্মঘট
অনলাইন ডেস্ক | ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,
চট্টগ্রামে ১৮ ও ৩১শে জানুয়ারি পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামের একটি সংগঠন। নুরুল ইসলাম নামের সংগঠনের এক নেতাকে অপহরণের ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় শ্রমিকদের হয়রানি করার প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন বলে গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। এতে তারা জানান, আগামী ১৮ই জানুয়ারি সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত ও ৩১শে জানুয়ারি পূর্ণদিবস ধর্মঘট পালিত হবে। চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে অপহরণ করা হয়েছিলো গত ১৯শে আগস্ট। এই অপহরণের ঘটনায় পুলিশ প্রকৃত আসামিদের বাদ দেয়ার চেষ্টা করছে। কেবল তাই নয়, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মিথ্যা মামলাও। ইতিমধ্যে শ্রমিক নেতারা জানতে পেরেছেন নুরুল ইসলামের অপহরণের ঘটনায় মামলা দায়েরের পাঁচ মাস পার হয়ে গেলেও পুলিশ অপহরণের ঘটনাকে ‘সাজানো নাটক’ হিসেবে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে। কেবল তাই নয়, নানা সময়ে সংগঠনের ত্যাগী নেতাদের অনেকের বিরুদ্ধে প্রতিহিংসার মামলা জুড়ে দেয়া হচ্ছে। এসব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে মানবজমিনের সঙ্গে কথা হয় চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি রুহুল আমীনের। তিনি বলেন, আজ (গতকাল) আমরা সংবাদ সম্মেলন করেছি। সেখানে অবরোধের ডাক দিয়েছি। শ্রমিক নেতা নুরুল ইসলামের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে পুলিশ। পাশাপাশি অনেক নেতার বিরুদ্ধে দায়ের করা মামলায়ও হয়রানি করা হচ্ছে।
উদ্ধারের ঘটনায় নুরুল ইসলাম দাবি করেন, তাকে কয়েকজন লোক ৫০ টাকা দিয়ে ফেনীর লালপোল এলাকায় একটি বাসে তুলে দেন। সেখান থেকে তিনি মীরসরাইয়ের বারৈয়ারহাট এসে নামেন। এরপর বাস কাউন্টার থেকে সংগঠনের নেতাদের ফোন করেন। এর আগে নগরের পতেঙ্গার নারিকেলতলা থেকে বন্দরটিলায় যাওয়ার সময় নুরুল ইসলামকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। তাকে উদ্ধারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য পুরো চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে রাতে সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডলের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়। জানা গেছে ১৮ ও ৩১শে জানুয়ারির ধর্মঘটে চট্টগ্রামের একাধিক রুট যেমন রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজারসহ সব এলাকার জন্য প্রযোজ্য।