| রাত ১:০৩ - বুধবার - ২৪শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৩রা জিলকদ, ১৪৪৪ হিজরি

পদত্যাগের গুঞ্জনের মধ্যে হাসপাতালে এরশাদ

অনলাইন ডেস্ক | ৭ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার,
হুসেইন মুহম্মদ এরশাদ। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ ছেড়ে দিতে পারেন- সর্বশেষ এ নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে তাকে নিয়ে। তবে এরইমধ্যে  ঠান্ডা জনিত অসুস্থতার কারণে সিএমএইচে ভর্তি হয়েছেন এরশাদ। মঙ্গলবার সকালে তিনি ওই হাসপাতালে ভর্তি হন বলে জাপা সূত্রে জানা গেছে।
গত দুই বছর ধরে এরশাদের পদবি প্রধানমন্ত্রীর বিশেষ দূত। জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় সদস্যও রয়েছেন। দলটি আবার প্রধান বিরোধী দলও। এ নিয়েও যথেষ্ট আলোচনা-সমালোচনা হয়েছে। দলীয় মন্ত্রীদের পদত্যাগ নিয়ে অনেকবারই কথা বলেছেন এরশাদ। নিজের পদ নিয়ে এতোদিন ছিলেন নীরব। তবে সম্প্রতি এক সভায় তিনি বলেন, জাতীয় পার্টির মন্ত্রীরা এবং তিনি নিজে পদত্যাগ করলেই জাতীয় পার্টির বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে। এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ দূতের পদ থেকে অব্যাহতি চেয়ে একটি চিঠি এরশাদ প্রস্তুত করেছিলেন। তবে সে চিঠি তিনি পাঠাননি।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৭ অপরাহ্ণ | জানুয়ারি ০৭, ২০১৬