| সকাল ১১:৫০ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নান্দাইলে বাসে যুবতী ধর্ষন ঃ ধর্ষক গ্রেফতার

 

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ  ৬ জানুয়ারি ২০১৬, বুধবার,
ময়মনসিংহের নান্দাইল চৌরাসত্মা এলাকায় বারুইগ্রাম মাদরাসার সন্নিকটে পাকা রাস্তার উপর বাসে এক যুবতী ধর্ষনের ঘটনা ঘটেছে। ধর্ষককে আটক করা হয়েছে। নান্দাইল থানা সূত্র জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলা মাইজবাগ ইউনিয়নের রাউলেরচর গ্রামের আব্দুল হাই এর যুবতী কণ্যা (১৯) কে তার বড় ভাই সুমন ৫ জানুয়ারী/১৬ নরসিংদীতে (মেয়েটির) কর্মস্থলে যাওয়ার জন্য লক্ষীগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে দুপুর ২ ঘটিকায় (টাঙ্গাইল-ব–৩৩৩ নং আল্লাহরদান নামক) বাসে তুলে দেয়। বাসটি চৌরাস্তা এসে বারুইগ্রাম মাদরাসার নিকট সব যাত্রী নামিয়ে দেয়। মেয়েটিকে বাসের হেলপার আলমগীর (২২) পিতা মৃত জুলহাস সাকিন -পুম্বাইল, ঈশ্বরগঞ্জ মেয়েটিকে বলে, তাকে ভৈরব যাওয়ার গাড়ীতে তুলে দিবে একথা বলে কালড়্গেপন করতে থাকলে সন্ধ্যা ঘনিয়ে আসে। আলমগীর মেয়েটিকে বলে রাত হয়ে গেছে সকালে বাসে তুলে দিবে এ কথা বলে মেয়েটিকে হোটেল থেকে ভাত এনে দেয় এবং ভাত খেয়ে বাসেই শুয়ে থাকতে বলে। মেয়েটি সরল বিশ্বাসে বাসে শুয়ে থাকা অবস’ায় রাত আনুমানিক ১২.০৫ মিনিটে আলমগীর বাসে উঠে মেয়েটিকে তার ইচ্ছার বিরম্নদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এ সময় আলমগীরের সহযোগী মোশাররফ পিতা-অজ্ঞাত সাকিন- রামগোপালপুর, গৌরীপুর  শাহজালাল (২২) পিতা- অজ্ঞাত সাকিন- লক্ষীগঞ্জ , ঈম্বরগঞ্জ , ময়মনসিংহ গন বাসের গেইটে পাহাড়া দিচ্ছিল। মেয়েটির আত্নচিৎকারে আশেপাশের লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে ও ধর্ষক আলমগীরকে আটক করে। অন্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ বাসসহ ধর্ষক ও ধর্ষিতাকে থানায় নিয়ে আসে এ ব্যাপারে নান্দাইল মডেল মেয়েটি বাদী হয়ে থানায় মামলা নং ০৬ (০১)/১৬ তারিখ ০৬.১.১৬ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩ এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা রম্নজু করেছে।#

সর্বশেষ আপডেটঃ ৯:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ০৬, ২০১৬