নিজামীর মৃত্যুদন্ড বহাল রাখায় ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল
শাহ আলম উজ্জ্বল, ৬ জানুয়ারি ২০১৬, বুধবার,
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন খারিজ করে সুপ্রিম কোর্টের মৃত্যুদন্ড আন্তর্জাতিক অপরাধ বহাল রাখায় ময়মনসিংহে মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। সুপ্রিম কোর্টের রায় আজ বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বহাল রাখার ঘোষনা দেয়ার পরপরই মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা শাখা শহরের ঈশান চক্রবর্তী সড়ক থেকে আনন্দ মিছিল বের করে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে সিকে ঘোষ রোডে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষনা সম্পাদক মাহবুবুল আলম বাবুল চিশতীসহ জেলা কমান্ডের নেতৃবৃন্দ, সমাবেশে বক্তারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত অন্যান্যের বিচারের রায় অবিলম্বে কার্যকর করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।#