নেত্রকোনায় কালেক্টরেট স্কুল উদ্বোধন করলেন—ময়মনসিংহের বিভাগীয় কমিশনার
নেত্রকোনা প্রতিনিধি ঃ ৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার,
এই প্রথম নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে মানসম্মত একটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘নেত্রকোনা কারেক্টরেট স্কুল’ নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন।
জেলা প্রশাসক ও স্কুলের প্রতিষ্ঠাতা ড. তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে সুধি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ড. আব্দুর রহিম, নবনির্বাচিত নেত্রকোনার পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু প্রমুখ। এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মিত হচ্ছে পুরাতন কালেক্টরেট অফিস সংলগ্ন মাঠে। ষষ্ট শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত এখানে চলতি শিক্ষা বর্ষ থেকে ক্লাশ শুরু হয়েছে। প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছেন প্রবীণ শিক্ষক ছায়েদুর রহমান।