নেত্রকোনায় পৃথক হামলায় নিহত ১, আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি,৪ জানুয়ারি ২০১৬ঃ সদর উপজেলা ও আটপাড়ায় বোরবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক হামলায় সুরুজ আলী(৬০) নামে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত সামছু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, কামাল হোসেন ও ছন্দু মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এবংফাতেমা, ছেলে হৃদয়, মেয়ে বিথীকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার ঠাকুরাকোনার হইডর গ্রামের ছন্দু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের কেরামত আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার রাত ৮টার দিকে কেরামত আলীর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছন্দু মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এতে সুরুজ আলী, কামাল হোসেন ও ছন্দু মিয়া গুরুতর আহত হন। সুরুজ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মনি আক্তার, পান্না আক্তার, জরিনা খাতুনকে আটক করেছে। অন্যদিকে জেলার আটপাড়ার তেলীগাতি ইউনিয়নের মঙ্গলসিধ গ্রামের সামছু মিয়ার সাথে একই গ্রামের হেলিমের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে হেলিমের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রোববার দুপুরে সামছু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় সামছু মিয়া, স্ত্রী ফাতেমা খাতুন, ছেলে হৃদয়, মেয়ে বিথীসহ কমপক্ষে ৮জন আহত হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি এস.এম মাসুদুল আলম বলেন, পুলিশ ঘটনাস’ল থেকে তিনজনকে আটক করেছে। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদনে-র পর আনা হবে। মামলা দায়েরের প্রস’তি চলছে। আটপাড়া থানার ওসি মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।