| দুপুর ১২:৩৮ - সোমবার - ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বাজিতপুরে মুরগীর খামারীকে মারধর করে দেড় ১ হাজার মুরগী লুট


বাজিতপুর সংবাদদাতা:  ৪ জানুয়ারি ২০১৬, সোমবার,

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহের নগরের তাতালচর মুরগীর খামারী নুর আলমকে হাত-পা বেধে গত রবিবার ভোর রাতে (৩ জানুয়ারী) ১৪/১৫ জনের ডাকাতরা  ট্রাক দিয়ে দেড় ১ হাজার লেয়ার মুরগী নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দলের হামলায় খামারী নুর আলম (৩৮) কে গুরুতর আহত অবস্থায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত দলেরা খামারীর মালিক ছাড়াও শ্রমিক আকলিমা আক্তার (৫৫) কে ব্যাপক মারধর করেছে। খামারের ক্যাশ বাক্সের নগদ টাকা লুন্টন করে নিয়ে গেছে। খামারীর মালিক নুর আলম অভিযোগ করে বলেন যে, ডাকাতরা তাকে খামার ব্যবসা না করার জন্য হুমকি দিয়ে গেছে। এ ব্যাপারে খামারের মালিক নুর আলম বাদী হয়ে গতকাল সোমবার বাজিতপুর থানায় ১৪/১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৫২ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০১৬