| রাত ২:৩১ - মঙ্গলবার - ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ - ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ২রা জিলকদ, ১৪৪৪ হিজরি

নেত্রকোনায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

 নেত্রকোনা প্রতিনিধি৪ জানুয়ারি ২০১৬:  নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ সোমবার নেত্রকোনায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জেলা শহরের ছোট বাজারে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান ওরফে অমির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল শাওন প্রমুখ। এর আগে শহিদ মিনারে সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংঘটন অংশগ্রহণ করে।
এদিকে, জেলার দুর্গাপুর উপজেলায় সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে কেক কাটার পর উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি এম এ হালিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আল আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সম্পাদক সাজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পৌরমেয়র শ ম জয়নাল আবেদিন প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৭:২৩ অপরাহ্ণ | জানুয়ারি ০৪, ২০১৬