| দুপুর ১২:৩৩ - সোমবার - ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২ জানুয়ারি ২০১৬, শনিবার,
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ে বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে শহরের খরমপট্টি এলাকার জেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচীতে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিলস্নুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার মো. আসাদউলস্নাহ, ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী, সদর উপজেলা ইউনিট কমান্ডার অ্যাডভোকেট মতিউর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, জেলা ঘাদানিক সদস্য সচিব মো. আব্দুল আউয়াল প্রমুখ।

সর্বশেষ আপডেটঃ ৫:২৪ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৬