| রাত ৪:৪৮ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে মুক্তিযোদ্ধা সংসদের সাংবাদিক সম্মেলন

শ্রীবরদী প্রতিনিধি ঃ ২ জানুয়ারি ২০১৬, শনিবার,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের বিপুল ভোটে নির্বাচিত তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, দি ফারমার্স ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ১১ নং সেক্টরের সর্বকনিষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, জামালপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মাহবুবুল হক বাবুল চিশতীর বিরুদ্ধে কু-চক্রী মহলের মিথ্যা ভিত্তিহীন, কাল্পনিক অপপ্রচারের প্রতিবাদে  ২ জানুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকায় শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নতুন ভবনের তৃতীয় তলায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতীকে একটি কু-চক্রী মহল ঈর্শ্বানিত হয়ে কুটক্তি করার প্রতিবাদে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা আ’লীগের বর্ষিয়ান নেতা আলহাজ্ব মোহাম্মদ আলী লাল মিয়া, সিংগাবরুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, গোশাইপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, কুড়িকাহনিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক প্রমূখ। সাংবাদিক সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমিনুল ইসলাম অভিযোগ করেন, স্বাধীনতার ৪৪ বছর পর কেন আজ একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতিকে নিয়ে কুচক্রিমহলের অপপ্রচার। বকশীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নুর মোহাম্মদ ওরফে ভাল্লুক ও বকশীগঞ্জের শানি- কমিটির চেয়ারম্যান মৃত মফিজল হক তালুকদারের পুত্র উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বাবুল চিশতির ভাবমূর্তি ক্ষুন্ন করতে আজ নানা কাল্পনিক অপপ্রচার করছে। জাতির শ্রেষ্ঠ সন-ান মুক্তিযোদ্ধাদের নিয়ে কোন ধরনের মানহানিকর অপপ্রচার চালানো হলে আমরা তার প্রতিবাদ করে যাব। বাবুল চিশতি ভারতের প্রশিক্ষণ প্রাপ্ত একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিজেকে নিবেদিত করেছেন। আমরা অপপ্রচার কারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এসময় উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধারা উপসি’ত ছিলেন। সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন শ্রীবরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাবুল চিশতীর প্রতিনিধি তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা। সাংবাদিক সম্মেলনে শেরপুর জেলা ও শ্রীবরদী, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপসি’ত ছিলেন।

সর্বশেষ আপডেটঃ ৫:১৪ অপরাহ্ণ | জানুয়ারি ০২, ২০১৬