৫ই জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

অনলাইন ডেস্ক | ২ জানুয়ারি ২০১৬, শনিবার,
৫ই জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করবে বিএনপি। এদিন ঢাকাসহ সারা দেশে সমাবেশ কর্মসূচি পালিত হবে। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ৫ই জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। আশা করছি অনুমতি পাবো। এই জনসভাকে সফল করে গণতন্ত্রকে নিয়মতান্ত্রিকভাবে চালাতে সরকার অবদান রাখবেন। তিনি বলেন সারা দেশের জেলা ও উপজেলা কমিটিকেও একই ধরণের কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।